বাংলার মাদানী মুফতী আমিনী - মুহিব্বুল্লাহ বাবুনগরী

মুফতী আমিনী (রহঃ) ও তার রাজনীতি সম্পর্কে  আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেবের কয়েকটি কথা।
বাবুনগরী সাহেবের হুবহু কথা তুলে ধরা হচ্ছে।
(1) আমার রাজনীতির ময়দানে আসার ইচ্ছে ছিলোনা,
কিন্তুু মুফতী আমিনী (রহঃ)কে দেখে রাজনীতির ময়দানে না এসে পারিনি। তার কারণ হলো, আমি হযরত মাওঃ
হোসাইন আহমাদ মাদানীর তিন বছরের খাদেম ছিলাম। হযরতকে খুব কাছ থেকে দেখা ও তার খেদমাত করার সৌভাগ্য হয়েছে। আমি হোসাইন আহমদ মাদানীর মধ্যে  যে গুণগুলো দেখতে পেয়েছি।
তার হুবহু গুণ মুফতী আমিনী (রহঃ)এর মাঝে পেয়েছি।
(2) তিনি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না।
(3) তিনি মৃত্যুর পরওয়া করতেন না।
(4) তিনি বাতিল শক্তির কাছে কখনোই মাথা নত করতেন না
(5) তার ভিতরে দুনিয়াবী কোন লোভ লালসা ছিলোনা।
এই গুনগুলো দেখে আমি নিজে এই বৃদ্ধ বয়সে মুফতী আমিনী (রহঃ) এর কাছে রাজনীতির বা'য়াত নিয়েছি।
এবং ইসলামী ঐক্যজোটে যোগ দিয়েছি। সুত্র:- ফেসবুক আল আমিন