হাসানাত আমিনী ,জামিয়া ইউনুছিয়ার

মাও:আবুল হাছনাত আমিনীচেয়ারম্যান: থেণাফতে ইসলামী বাংলাদেশ
তারুন্যের অহঙ্কার ইসলামী রাজনীতির অগ্রনায়ক জননেতা মাওলানা আবুল হাসানাত আমিনী গতকাল জামিয়া ইউনুছিয়ার ১০৩ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে বি বাড়িয়ার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলেন এই মাটি মুফতী আমিনী সহ, উলামায়ে কেরাম ও নবী প্রেমিক জনতার ঘাটি,যদিও মুফতী আমিনী দুনিয়াতে নেই কিন্তু তিনি লক্ষ আমিনী তৈরী করে গেছেন।তিনি স্হানীয় এমপি রবিউল মুক্তাদির কে হুশিয়ার করে বলেন, আলেম সমাজের সাথে বিয়াদবি করবেন না, বি বাড়িয়ার মাটি
আলেমদের ঘাটি। সাবধান হয়ে যান, আলেমদেব বিরুদ্ধে অবস্থান নিলে বি বাড়িয়াতে ডুকতে দেওয়া হবে না। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন অবিলম্বে মাদরাসায় হামলাকারী,ও হাঃ মাসউদ হত্যাকারিদের গ্রেপ্তার করে শাস্তি দিন। এবং বি বাড়িয়াতে কখনো হিন্দু পুলিশ কর্মকর্তা প্রেরন করবেন না লক্ষাধিক জনতাকে উদ্দেেশ্য করে তিনি বলেন উলামায়ে কেরামের স্বপ বাস্তবায়নের লক্ষে জেলার সকল উলামায়ে কেরাম,ও সমমাননা ইসলামী দল সমুহের মনোনিত মেয়র প্রার্থী মাওলানা ইউসুফ ভূইয়া কে পরিচয় করিয়ে বলেন জনগনের অধিকার প্রতিষ্ঠার লক্ষে মুসলমানদের শ্রদ্ধার প্রতীক "মিনার" মার্কায় ভোট দিয়ে আসন্ন পৌর নির্বাচনে নিজেদের অধিকার বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এসময় তাঁর বক্তব্যর সাথে একাত্মতা পোষন করে লক্ষাধিক জনতা দাড়িয়ে নারায়ে তাকবিরের ধ্বনিতে উল্লাসে ফেঁটে পরেন। পরিশেষে জামিয়া ইউনুছিয়ার নির্মান কল্পে মাওলানা আবুল হাসানাত আমিনীএক লক্ষ (১,০০০০০) টাকা ও মেয়র প্রার্থী মাওলানা ইউসুফ ভূইয়া অর্ধ লক্ষ (৫০,০০০) টাকা অনুদান ঘোষনা করেন। এবং শহীদ মাসউদের পরিবার কে মাওলানা আমিনী এক লক্ষ (১,০০০০০০) টাকা এবং মাওঃ ইউসুফ ভুইয়া এক লক্ষ (১,০০০০০০) টাকা জেলার শীর্ষ আলেম আল্লামা মনিরুজ্জামান সিরাজী,মুফতী মুবারকুল্লাহ,আল্লামা  সাজুদুর রহমান,এর কাছে নগত অনুদান প্রদান করেন।