মধ্যপ্রাচ্য প্রতিনিধি : আলেমদের ফাঁসি দেয়া আলvহর বিরচদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তাছাড়া আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলvমা দেলাওয়ার হোসাইন সাঈদীর দেয়া ফাঁসির রায় সম্পূর্ণ অবৈধ। ভারত উপমহাদেশের প্রখাত আলেম আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আন নদভীর নাতি ও জমিয়ত সাবাব আল ইসলাম হিন্দের প্রেসিডেন্ট আল্লামা সাইয়্যেদ সালমান হোসাইনী আন নদভী গতকাল শনিবার আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রবাসী ছাত্রাবাসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালবাসি। তাই যারা আলvহ ও রাসূল (সাঃ)কে নিয়ে কটাক্ষ করেছে তাদের ও আল্লামা সাঈদীর দেয়া ফাঁসির রায়কে ভারতের আলেম সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সেই সাথে নাস্তিকদের বিচার ও সাঈদীর মুক্তি দাবি করছি। আল আযহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাতিলের বিরচদ্ধে ইসলামের কথা বলে যুগে যুগে তাদের ওপর জুলুম-নির্যাতন আসা নতুন কোনো ঘটনা নয়। নাস্তিকদের বিরচদ্ধে লিপ্ত যুদ্ধে ঈমানের যে অগ্নি পরীক্ষা চলছে তাতে অবশ্যই সকল আলেমদের অংশগ্রহণ করা ওয়াজিব। যারা নাস্তিকদের পথে চলে তারা শয়তান। যারা কওমী মাদরাসার কিশোর ছাত্রদের গুলী করে হত্যা করে আমরা তাদের ঘৃণা করি। যারা মসজিদের দুয়ার বন্ধ করে আমরা তাদের ধিক্কার জানাই। আলেমদের গায় গুলী করা ফেরেশতাদের গায় গুলী করার শামিল। তিনি আলvহর বিরচদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরচদ্ধে বাংলাদেশের সকল হকপন্থী আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
নদওয়াতুল উলুম বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগের ডিন এই আলেম বলেন, আল্লাহর দ্বীন বিজয় করতে কাফের মুশরিকদের অন্তর ভেঙ্গে যাবে তবুও আল্লাহর জমিনে তার হুকুম মাফিক জীবন গড়তে হবে। তিনি জ্ঞান সাধনায় আল আযহার বিশ্ববিদ্যালয় জ্ঞানের ক্বাবা হিসেবে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছে উলেখ করে বলেন, যুগের সেরা আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার এখনই উত্তম সময়। এই সুযোগ কাজে লাগিয়ে ছাত্রদের দ্বীনের সেবায় নিয়োজিত থাকার আহবান জানান। তিনি সরকারি সফরে মিসরে সফরকালে আল আযহার বিশ্ববিদ্যালয়, ফতোয়া পরিষদ, তথ্যমন্ত্রণালয় ও ধর্মমন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেই সাথে বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকালে এশিয়ার ইসলাম ও সমস্যা সম্পর্কে তুলে ধরেন।
অনুষ্ঠানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, সোমালিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ, ভারত, কাজাকিস্তান, তুরস্ক, পাকিস্তানসহ শতাধিক দেশের প্রবাসী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।তথ্য সুত্র: দৈনিক সংগ্রাম
তিনি আরও বলেন, আমাদের জীবনের চাইতে আমাদের নবীকে বেশি ভালবাসি। তাই যারা আলvহ ও রাসূল (সাঃ)কে নিয়ে কটাক্ষ করেছে তাদের ও আল্লামা সাঈদীর দেয়া ফাঁসির রায়কে ভারতের আলেম সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সেই সাথে নাস্তিকদের বিচার ও সাঈদীর মুক্তি দাবি করছি। আল আযহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাতিলের বিরচদ্ধে ইসলামের কথা বলে যুগে যুগে তাদের ওপর জুলুম-নির্যাতন আসা নতুন কোনো ঘটনা নয়। নাস্তিকদের বিরচদ্ধে লিপ্ত যুদ্ধে ঈমানের যে অগ্নি পরীক্ষা চলছে তাতে অবশ্যই সকল আলেমদের অংশগ্রহণ করা ওয়াজিব। যারা নাস্তিকদের পথে চলে তারা শয়তান। যারা কওমী মাদরাসার কিশোর ছাত্রদের গুলী করে হত্যা করে আমরা তাদের ঘৃণা করি। যারা মসজিদের দুয়ার বন্ধ করে আমরা তাদের ধিক্কার জানাই। আলেমদের গায় গুলী করা ফেরেশতাদের গায় গুলী করার শামিল। তিনি আলvহর বিরচদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরচদ্ধে বাংলাদেশের সকল হকপন্থী আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
নদওয়াতুল উলুম বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগের ডিন এই আলেম বলেন, আল্লাহর দ্বীন বিজয় করতে কাফের মুশরিকদের অন্তর ভেঙ্গে যাবে তবুও আল্লাহর জমিনে তার হুকুম মাফিক জীবন গড়তে হবে। তিনি জ্ঞান সাধনায় আল আযহার বিশ্ববিদ্যালয় জ্ঞানের ক্বাবা হিসেবে সারা দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছে উলেখ করে বলেন, যুগের সেরা আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার এখনই উত্তম সময়। এই সুযোগ কাজে লাগিয়ে ছাত্রদের দ্বীনের সেবায় নিয়োজিত থাকার আহবান জানান। তিনি সরকারি সফরে মিসরে সফরকালে আল আযহার বিশ্ববিদ্যালয়, ফতোয়া পরিষদ, তথ্যমন্ত্রণালয় ও ধর্মমন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেই সাথে বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকালে এশিয়ার ইসলাম ও সমস্যা সম্পর্কে তুলে ধরেন।
অনুষ্ঠানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, সোমালিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ, ভারত, কাজাকিস্তান, তুরস্ক, পাকিস্তানসহ শতাধিক দেশের প্রবাসী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।তথ্য সুত্র: দৈনিক সংগ্রাম