মুসলিম বিশ্বের জন্য আমেরিকার ‘উপহার’ ২৩,১৪৪ বোমা

২০১৫ সালের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র মুসলিম প্রধান কয়েকটি দেশে ২৩,১৪৪টি বোমা ফেলেছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা কাউন্সিল অব ফরেন রিলেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনপুষ্ট। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ায় এসব বোমা ফেলা হয়েছে।