২০১৫ সালের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র মুসলিম প্রধান কয়েকটি দেশে ২৩,১৪৪টি বোমা ফেলেছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা কাউন্সিল অব ফরেন রিলেশন এ তথ্য জানিয়েছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনপুষ্ট। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ায় এসব বোমা ফেলা হয়েছে।