শােকাহত বিবাড়ীয়ায় মুফতি ওয়াককাস: মসজিদ-মাদরাসা নিরাপদ

সিলেট থেকে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সভাপতি মুফতী মুহাম্মদ ওয়াককাস বলেছেন, দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসলমানের ঈমান নিয়ে বেঁচে থাকাও কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। ক্ষমতাসীন মহলের হাতে দেশ যেমন নিরাপদ নয় তেমনি মসজিদ-মাদরাসা, আলেম-ওলামা, মানুষের জান-মাল কোন কিছুই নিরাপদ নয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে মসজিদ-মাদরাসা বন্ধ এবং তা খুলে দেওয়ার দাবীতে আন্দোলনরত জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্র হাফেজ মাসউদের শাহাদাতই এর প্রকৃষ্ট উদাহরণ।
হাফেজ মাসউদ এর হত্যা এবং গভীররাতে গেটের তালা ভেঙ্গে মাদরাসার ছাত্র শিক্ষক ও তৌহিদী জনতাকে নির্মম নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য দ্রুত একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের জোর দাবী জানান তিনি। মুফতি ওয়াককাস বলেন, চলমান আন্দোলনকে স্থগিত করে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়াকে যদি সরকার ওলামায়ে কেরামের দুর্বলতা মনে করে এবং তাদের দেয়া লিখিত প্রতিশ্রুতি নিযে কোনোরূপ টালবাহানা অথবা প্রতারণার আশ্রয় নেয় তাহলে সরকারের চরম ভুল সিদ্ধান্ত হবে৷

তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়ীয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়ার মাদরাসার ছাত্র-শিক্ষকদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে জামিয়া ইউনুসিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, জমিয়তের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, কৃষি বিষয়ক সম্পাদক ওয়ালী উল্লাহ আরমান, জেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারী মুফতী রেদওয়ানুল বারী সিরাজী, যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল হালিম, নিজামুদ্দীন আল আদনান এবং জামিয়া ইউনুছিয়ার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরমগণ৷সুত্র:- লিংকে ক্লিক করুন