লতিফ ছিদ্দিকীর বিরূদ্ধে মুসলিম জনতা রাজ পথে নেমে আসুন। -মাওলানা মঈনুদ্দীন রূহী

 সভাপতি
সক্রেটোরী
# ইসলামী এক্যজোট চট্টগ্রাম  পাঁচলাইশ থানা  তারিখ: ২৪/১০/২০১৪  
লতিফ ছিদ্দিকীর বিরূদ্ধে মুসলিম জনতা রাজ পথে নেমে আসুন।   -মাওলানা মঈনুদ্দীন রূহী 
# মাওলানা রফিকুল ইসলাম বোয়ালভীকে সভাপতি ও মাওলানা আলহাজ্জ সায়েমুল্লাহকে সেক্রেটারী করে ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম পাঁচলাইশ থানা কমিটি গঠিত।
 গতকাল ২৩/১০/২০১৪ ইং ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা কমিটি পুনঃগঠন উপলক্ষে এক আলোচনা সভা পাঁচলাইশ থানা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম বোয়ালভীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সায়েমুল্লাহর পরিচালনায় মহানগর ইসলামী ঐক্যজোট কার্যলয়ে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিতিরি বক্তব্যে ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রেীয় যুগ্ম-সেক্রেটারী মাওলানা মঈনুদ্দীন রূহী বলেন,বর্তমান দেশের স্বাধীনতা ও ইসলামকে টিকিয়ে রাখতে হলে দেশের প্রতিটি অঞ্চলে দেশপ্রেমীক ঈমানদারদের দূর্গ গড়ে তুলতে হবে। এদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন করে দেশপ্রেমীক মুক্তিযোদ্ধারা ঈমানী বলে বলিয়ান হয়ে হানাদারদের তাড়া করে ছিল, তেমনি ভাবে নাস্তিক-মুরতাদ খোদাদ্রোহীদের এদেশ থেকে বিতাড়িত করে ইসলামী হকুমত কায়েমে প্রতিটি থানায়-থানায়,পাড়া-মহল্লায় ইসলামী ঐক্যজোটের কমিটি গঠন করে নাস্তিক-মুরতাদ বিরূধী মোর্চা গঠন করতে হবে।তিনি আরও বলেন,শুধু লতিফ ছিদ্দিকী নয় এদেশে অনেক নাস্তিক রয়েছে যারা সময় মত পবিত্র ইসলামকে কলুষিত করতে চাই, এদের সমুচিত জবাব দিতে ইসলামী ঐক্যজোটকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। যেকোন কঠিন মুহর্তে ইসলামী ঐক্যজোটের নেতা কর্মীদেরকে রাজপথে নামতে হবে। তিনি লতিফ ছিদ্দিকীর বিরূদ্ধে মুসলিম জনতাকে রাজ পথে নেমে আসার উদাত্ত আহবান জানান। ইসলামী ঐক্যজোট পাঁচলাইশ থানা কমিটি পুনঃগঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর যুগ্ম-সেক্রেটারী মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ্,সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইউনুচ,মাওলানা ইয়াছির মুহাম্মদ আরিফ, মাওলানা জুনাঈদ জওহর, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম বোয়ালভী, মাওলানা আবুতাহের উসমানী, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা রেজাউলকরিম, মাওলানা আলহাজ্জ সায়েমুল্লাহ্, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা হাসান বাবুনগরী, মাওলানা নূরূলহক্ব, মাওলানা ইউসূফ, মাওলানা আব্দুল্লাহ্, মাওলানা হাফেজ এরশাদুল্লাহ, মাওলানা জুনাঈদ, মাওলানা আরফাতুল্লাহ্ আরমান, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা সুলাইমান, মাওলানা আবুলকালাম, মাওলানা কবির হুসাইন, মাওলানা ওসমান বিন আলি রেজা, মাওলানা নাছিরউদ্দীন, মাওলানা ওমর ফারূক রিফাত প্রমূখ। 
সভায় মাওলানা রফিকুল ইসলাম বোয়ালভীকে সভাপতি ও মাওলানা আলহাজ্জ সায়েমুল্লাহকে সেক্রেটারী করে ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম পাঁচলাইশ থানার ৫১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়

বর্তা প্রেরক: মাওলানা হাফেজ এরশাদুল্লাহ্
রচার সম্পাদক: ইসলামী ঐক্যজোট পাঁচলাইশ থানা মোবাইল: ০১৮১৭৭১৬৪৯৫