আমরা আন্দোলনের ধরন পাল্টেছি
যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী,হেফাজতে ইসলাম বাংলাদেশে
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী বলেছেন, ‘আমরা আন্দোলনের ধরন পাল্টেছি। গতানুগতিক আন্দোলন থেকে সরে এসে ১৩ দফা আদায়ে শানে রিসালাত সম্মেলন, ওয়াজ মাহফিলের মতো গণসচেতনতামূলক কর্মসূচি পালন করছি। ঈদের পর সংগঠনের মজলিসে শুরার বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ তিনি বলেন, ‘আন্দোলনের ধরন পরিবর্তনের কারণে অনেকে মনে করছেন হেফাজতে ইসলাম তাদের দাবি থেকে দূরে সরে এসেছে। যতক্ষণ পর্যন্ত সরকার
আমাদের দাবি
মেনে না নেবে
ততদিন আন্দোলন চলবে।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত
আলাপকালে
তিনি এসব কথা
বলেন।
অরাজনৈতিক
এ সংগঠনটির নেতা কথা
বলেন তাদের বর্তমান
ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। মঈনুদ্দীন রুহী বলেন,
‘হেফাজতে
ইসলাম কোনো রাজনৈতিক
দল নয় বা
আমাদের আন্দোলনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। আমাদের
দাবি ইসলাম প্রচার
ও প্রসারের জন্য। দাবিগুলো আদায় না
হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। এ
ছাড়া দেশে যতদিন
প্রিয় নবী হজরত
মুহাম্মদ
(সা.)-এর অবমাননাকারী
ও ধর্মদ্রোহী থাকবেন ততদিন
হেফাজতে
ইসলামের
নেতা-কর্মীরাও মাঠে থাকবেন। ওলামায়ে
কিরাম জীবন দেন
কিন্তু ইমান বিক্রি
করেন না। হেফাজতে ইসলাম বাংলাদেশে
মুসলমানদের
ইমান, আকিদা, তাহজিব-তামাদ্দুন ও ইসলামি
আদর্শ বুলন্দ রাখার
যে অরাজনৈতিক আন্দোলন করে যাচ্ছে
তা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে
এগিয়ে যাবে।’ হেফাজতে ইসলামের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সংগঠনের এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘আমাদের
আপাতত বড় কোনো
পরিকল্পনা
নেই।
ন্যায্য
দাবি আদায়ের জন্য
ওলামা-মাশায়েখ সম্মেলন, শানে রিসালাত
সম্মেলন,
ওয়াজ মাহফিল, সেমিনার
করে যাবে হেফাজতে
ইসলাম।’
তিনি বলেন, কোনো
দল বা সংগঠন
সবসময় সমানতালে কর্মকাণ্ড চালাতে পারে
না।
কর্মকাণ্ড
চালাতে চালাতে ক্লান্ত
হয়ে সাময়িক সময়ের
জন্য হলেও কাজে
ভাটা পড়ে। হেফাজতে ইসলামের ক্ষেত্রেও তাই হয়েছে। হেফাজতের
নেতারা সংগঠনে আধিপত্য
বিস্তারের
দ্বন্দ্বে
জড়িয়ে পড়েছেন- এমন
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
এ আন্দোলনের সঙ্গে যারা
সংশ্লিষ্ট
তারা সবাই ইসলামকে
ভালোবেসে
আন্দোলন
করছেন।
ক্ষমতার
লোভ বা দুনিয়াবি
সম্মান পাওয়ার জন্য
নয়।
ক্ষমতার
লোভ নিয়ে হেফাজত
নেতাদের
মধ্যে কোনো অন্তঃকোন্দল
হওয়ার সুযোগ নেই। যদি
কেউ আধিপত্য বিস্তারের চেষ্টা করেন
তাহলে তাকে এর
পরিণাম ভোগ করতে
হবে।হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী বলেছেন, ‘আমরা আন্দোলনের ধরন পাল্টেছি। গতানুগতিক আন্দোলন থেকে সরে এসে ১৩ দফা আদায়ে শানে রিসালাত সম্মেলন, ওয়াজ মাহফিলের মতো গণসচেতনতামূলক কর্মসূচি পালন করছি। ঈদের পর সংগঠনের মজলিসে শুরার বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’ তিনি বলেন, ‘আন্দোলনের ধরন পরিবর্তনের কারণে অনেকে মনে করছেন হেফাজতে ইসলাম তাদের দাবি থেকে দূরে সরে এসেছে। যতক্ষণ পর্যন্ত সরকার