গাজায় এখন শুধু ক্ষতচিহ্ন


বেড়েছে পানির সংকট, যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব ইসরাইলের
ইনকিলাব ডেস্ক : সুর কিছুটা নরম হয়েছে আধিপত্য-বাদী ইসরাইলের। গাজায় তাদের চালানো একতরফা আগ্রাসনের বিরতির মেয়াদ আরও তিন দিন আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরাইল। সরকারের তরফে গত বুধবার মধ্যরাতে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। গাজার প্রধান শক্তি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ব্যাপারে তাৎক্ষণিক-ভাবে কিছু জানায়নি। মিসরে স্থায়ী যুদ্ধবিরতি প্রশ্নে পরোক্ষ আলোচনা চলছে। তবে গাজা সমস্যার স্থায়ী সমাধানের স্বার্থে হামাস এবং ইসরাইলকে মুখোমুখি আলোচনায় বসানো যায়নি।  মধ্যস্থতাকারীর মাধ্যমে এই বিবদমান এই দুই পক্ষের মধ্যে পরোক্ষে দর কষাকষি চলছে। এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মিসর। ৭২ ঘণ্টার সংঘর্ষ বিরতির ইসরাইলি প্রস্তাবে হামাসকে রাজি করানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। ইসরাইলি হামলায় গাজায় কমপক্ষে এক হাজার ৮৬০ ফিলিস্তিনি নিহত এবং ইসরাইলের ৬৭ জন নিহত হয়েছে। এদিকে, ইহুদি-বাদী ইসরাইলের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় পানির সংকট অনেক বেশি বেড়ে গেছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এক খবরে বলেছে, আগ্রাসনের আগেই গাজা উপত্যকা পানির সংকটে ছিল তবে ইসরাইলি সামরিক আগ্রাসনের কারণে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ফলে গাজার বেশিরভাগ পরিবার সুপেয় পানি কিংবা ব্যবহারের সাধারণ পানি পাচ্ছে না।  গাজার পানি উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান মোনথার শুবলাক জানান, ইসরাইলি আগ্রাসনের প্রথম সপ্তাহেই পানি সরবরাহের লাইন শতকরা ২৫ ভাগ নষ্ট হয়ে গেছে। এতে পানি সরবরাহ ও বিতরণ নেটওয়ার্কে দূষণ বেড়ে গেছে। ব্রিটেন-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফামের মুখপাত্র আরওয়া মাহানা বলেছেন, এ মুহূর্তে গাজার পয়ঃনিষ্কাশন ও পানির সংকটই বড় হয়ে দেখা দিয়েছে।   গাজার বেশিরভাগ এলাকাতে অস্বাস্থ্যকর পানি ব্যবহার করা হচ্ছে এবং বেশিরভাগ পানি প্রক্রিয়াকরণ না করেই সরবরাহ করা হচ্ছে। 
See more at: http://www.dailyinqilab.com/2014/08/07/196851.php#sthash.Qm5O6H71.dpuf