আমরা পূর্ণভাবে ইসরাইলকে সমর্থন করি : জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইলি ও ফিলিস্তিনিদেরকে গাজায় যে অস্ত্রবিরতি শুরু হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার দিকে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন। কেরি ইসরাইলে রকেট হামলার জন্য হামাসকে দায়ী করে বলেন ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। তবে কেরির ভাষায় এই আত্মরক্ষার ফলে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও স্বীকার করে নিচ্ছেন তিনি। গাজায় চার সপ্তার ইসরাইলি অভিযানে ১৯শ মানুষ মারা যাবার পর ৭২ ঘণ্টার একটি মানবিক অস্ত্রবিরতি চলছে। আর এই সুযোগে একটি দীর্ঘমেয়াদি সন্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মিসরের কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে হামাস ও ইসরাইল।
এরকম প্রেক্ষাপটে বিবিসির সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, এটাই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের সুযোগ এবং এই সুযোগ গ্রহণ করতে দু\তরফকে আহ্বানও জানান তিনি। বিবিসির হার্ডটকে জয়নাব বাদাউয়িকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জন কেরি।
হামাসের রকেট হামলা থেকে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমরা পূর্ণভাবে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। প্রকৃতপক্ষে তারা রকেট এবং টানেলের মাধ্যমে আক্রমণের শিকার হচ্ছিল এবং তাদের হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। এ ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ে হামাস জঘন্য কাজ করেছে। তবে হ্যাঁ এই আত্মরক্ষা করতে গিয়ে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সংকট নিরসনে অংশীদারদের সাথে এই সমস্যা নিরসনে কাজ করছে।
এদিকে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৪৬০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় বলেছে, শুধুমাত্র ইসরাইলের হামলায় সরাসরি ক্ষতির বিষয়গুলো এই হিসাবের আওতায় আনা হয়েছে। তবে, ইসরাইলি বিমান হামলার প্রভাবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাবের আওতায় আনা হলে ক্ষতির পরিমাণ হবে অনেক বেশি। গাজায় প্রায় মাসব্যাপী ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ইহুদিবাদী সেনারা গাজার একমাত্র বিদ্যুৎ স্থাপনায় হামলা চালয়ে ধ্বংস করে দেয়। এতে পুরো গাজা অন্ধকারে তলিয়ে যায়। এছাড়া, ইসরাইল ও মিসরের অবরোধের কারণে গাজার লোকজন খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকটে পড়েছে। ২৯ দিনের আগ্রাসনে অন্তত ১,৮৮০ জন শহীদ ও প্রায় ১০,০০০ মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৪০০ শিশু রয়েছে। এছাড়া, নারী ও বয়স্ক লোকজনও শহীদ হয়েছেন ব্যাপক হারে। ইসরাইলের সাবেক সামরিক উপদেষ্টা গিওরা এইলান্দ বলেছেন, হামাসকে নতি স্বীকারে বাধ্য করতে না পারায় দুপক্ষের যুদ্ধ ড্র হয়েছে।
ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করল স্পেন
ওদিকে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন সরকার। গাজায় নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে স্পেন সরকার এ ব্যবস্থা নিয়েছে। স্পেনের দৈনিক এল পেইস এ খবর দিয়ে বলেছে, নিষেধাজ্ঞার কারণে ইসরাইলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা যাবে না। স্পেনের অস্ত্র উৎপাদন বিষয়ক একটি কমিটি গত বৃহস্পতিবার ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এ কমিটিতে রয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তবে এই অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা সবসময়ের জন্য নয় বরং আগামী সেপ্টেম্বর মাসে কমিটি তার পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে।
স্পেন হলো দ্বিতীয় কোনো দেশ যারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল। এর আগে সোমবার ব্রিটেন সর্বপ্রথম একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ইসরাইলের কাছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, গ্রেনেডের বারুদ, মর্টারের যন্ত্রাংশ, ইলেক্ট্রো-অপটিক্যাল ইকুইপমেন্ট এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা রপ্তানি করে থাকে স্পেন।
ইসরাইলের বিরুদ্ধে মামলা করতে হেগে গেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী
অন্যদিকে গাজায় পাশবিক হামলা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ করতে হেগ সফরে গেছেন ফিলিস্তিনের ঐক্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। আইসিসিতে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের পর মালিকি সাংবাদিকদের জানিয়েছেন, গত ২৮ দিনে ইসরাইল যা কিছু করেছে তা পরিষ্কার যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। কাজেই এ সংক্রান্ত মামলা করতে আমাদের তেমন বেগ পেতে হবে না। ইসরাইল যে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তার প্রমাণ আমাদের হাতে রয়েছে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ হেগভিত্তিক আইসিসির সদস্য না হলেও সেখানে মামলা করতে আইনি কোনো বাধা নেই বলে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হলেও রাজনৈতিক জটিলতার কারণে দেশটি আইসিসির সদস্যপদ পায়নি।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এক প্রস্তাব পাস করে ইসরাইলের বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বিবিসি ও ওয়েবসাইট। - See more at: http://www.dailyinqilab.com/2014/08/07/196647.php#sthash.jRSfB0dT.dpuf
এরকম প্রেক্ষাপটে বিবিসির সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন, এটাই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের সুযোগ এবং এই সুযোগ গ্রহণ করতে দু\তরফকে আহ্বানও জানান তিনি। বিবিসির হার্ডটকে জয়নাব বাদাউয়িকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জন কেরি।
হামাসের রকেট হামলা থেকে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আমরা পূর্ণভাবে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। প্রকৃতপক্ষে তারা রকেট এবং টানেলের মাধ্যমে আক্রমণের শিকার হচ্ছিল এবং তাদের হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হতো। এ ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ে হামাস জঘন্য কাজ করেছে। তবে হ্যাঁ এই আত্মরক্ষা করতে গিয়ে যে ভয়ানক ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সংকট নিরসনে অংশীদারদের সাথে এই সমস্যা নিরসনে কাজ করছে।
এদিকে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৪৬০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় বলেছে, শুধুমাত্র ইসরাইলের হামলায় সরাসরি ক্ষতির বিষয়গুলো এই হিসাবের আওতায় আনা হয়েছে। তবে, ইসরাইলি বিমান হামলার প্রভাবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাবের আওতায় আনা হলে ক্ষতির পরিমাণ হবে অনেক বেশি। গাজায় প্রায় মাসব্যাপী ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ইহুদিবাদী সেনারা গাজার একমাত্র বিদ্যুৎ স্থাপনায় হামলা চালয়ে ধ্বংস করে দেয়। এতে পুরো গাজা অন্ধকারে তলিয়ে যায়। এছাড়া, ইসরাইল ও মিসরের অবরোধের কারণে গাজার লোকজন খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকটে পড়েছে। ২৯ দিনের আগ্রাসনে অন্তত ১,৮৮০ জন শহীদ ও প্রায় ১০,০০০ মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৪০০ শিশু রয়েছে। এছাড়া, নারী ও বয়স্ক লোকজনও শহীদ হয়েছেন ব্যাপক হারে। ইসরাইলের সাবেক সামরিক উপদেষ্টা গিওরা এইলান্দ বলেছেন, হামাসকে নতি স্বীকারে বাধ্য করতে না পারায় দুপক্ষের যুদ্ধ ড্র হয়েছে।
ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করল স্পেন
ওদিকে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন সরকার। গাজায় নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে স্পেন সরকার এ ব্যবস্থা নিয়েছে। স্পেনের দৈনিক এল পেইস এ খবর দিয়ে বলেছে, নিষেধাজ্ঞার কারণে ইসরাইলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা যাবে না। স্পেনের অস্ত্র উৎপাদন বিষয়ক একটি কমিটি গত বৃহস্পতিবার ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এ কমিটিতে রয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তবে এই অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা সবসময়ের জন্য নয় বরং আগামী সেপ্টেম্বর মাসে কমিটি তার পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে।
স্পেন হলো দ্বিতীয় কোনো দেশ যারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল। এর আগে সোমবার ব্রিটেন সর্বপ্রথম একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ইসরাইলের কাছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, গ্রেনেডের বারুদ, মর্টারের যন্ত্রাংশ, ইলেক্ট্রো-অপটিক্যাল ইকুইপমেন্ট এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা রপ্তানি করে থাকে স্পেন।
ইসরাইলের বিরুদ্ধে মামলা করতে হেগে গেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী
অন্যদিকে গাজায় পাশবিক হামলা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ করতে হেগ সফরে গেছেন ফিলিস্তিনের ঐক্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। আইসিসিতে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের পর মালিকি সাংবাদিকদের জানিয়েছেন, গত ২৮ দিনে ইসরাইল যা কিছু করেছে তা পরিষ্কার যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। কাজেই এ সংক্রান্ত মামলা করতে আমাদের তেমন বেগ পেতে হবে না। ইসরাইল যে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তার প্রমাণ আমাদের হাতে রয়েছে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ হেগভিত্তিক আইসিসির সদস্য না হলেও সেখানে মামলা করতে আইনি কোনো বাধা নেই বলে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হলেও রাজনৈতিক জটিলতার কারণে দেশটি আইসিসির সদস্যপদ পায়নি।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতিও আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এক প্রস্তাব পাস করে ইসরাইলের বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। বিবিসি ও ওয়েবসাইট। - See more at: http://www.dailyinqilab.com/2014/08/07/196647.php#sthash.jRSfB0dT.dpuf