নাস্তিক্যবাদী সরকার গোপনে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে -আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী এক বিবৃতিতে বলেছেন,বর্তমান নাস্তিক্যবাদী আওয়ামী সরকার গোপনে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করছে।তিনি বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র আর দলবাজ মিডিয়া ব্যাবহার করে দেশের হক্কানী-রব্বানী ওলামায়ে কেরামের বিরূদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি বিভিন্ন ভাবে দরবারী আর পেট পুঁজারী আলেমদের দিয়ে কওমী মাদ্রাসা এবং আলিয়া মদ্রিাসা থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার ব্যার্থ চেষ্টা চালাচ্ছে। এখন তারা কুরানে হাফেজ তৈরীর কারখানা দেশের হেফজ খানা গুলো বন্ধ করে দিতে ষড়যন্ত্র করছে।তিনি আরো বলেন,
সরকার একে একে সব ইসলাম বিরূধী কাজ করে যাচ্ছে,কিন্তু দেশের ওলামায়ে কেরাম চুপচাপ। কোন প্রতিবাদ নেই,নেই কোন আন্দোলন আছে শুধু নিজেদের মধ্যে ছোট-খাটো বিষয় নিয়ে দন্ধে লিপ্ত। তিনি মুফতি আমিনী (রহ)’র ইসলাম বিদ্বেষীদের বিরূদ্ধে সফল আন্দোলনের কথা স্বরণ করে বলেন আজ যদি মুফতি আমিনী (রহ)’র  মত আপোষহীন নেতৃত্ব থাকত   তাহলে ইসলাম বিদ্ধেষীদের বিরূদ্ধে উনি একাই আন্দোলন চালিয়ে যেতেন, কারো নির্দেশ বা হকুমের অপেক্ষায় থাকতেন না। তিনি দেশের ওলামায়ে কেরামের পাশাপাশি তৌহিদী জনতাকে লক্ষ্য করে বলেন, এভাবে চুপচাপ বসে থাকলে এই দেশ ইসলামী তাহজীব-তামাদ্দুন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরূদ্ধে আন্দোলন গড়ে তোলতে হবে। অন্যতায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহী করতে হবে।
        বার্তা প্রেরক
মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ
প্রচার সম্পাদক:- হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর
মোবাইল:- ০১৮১৬১১৯৯২৯