বিবৃতি

কওমী মাদ্রাসা সংরক্ষন পরিষদ চট্টগ্রাম এর নেতৃবৃ›দের যৌথ বিবৃতি
অবিলম্বে ইসলাম ও রাষ্ট্রবিরূধী অপপ্রচারকারী ইফা ডিজি শামীম আফজলকে ইসলামীক ফাউন্ডেশন থেকে অপসারন করতে হবে।

কওমী মাদ্রাসা সংরক্ষন পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতিতে বলেছেন,বাংলাদেশের কওমী মাদ্রসা ও কওমী উলামায়ে কেরাম সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরূদ্ধে আজীবন সংগ্রাম করার পাশাপাশি দেশ ও ইসলাম প্রেমীক চরিত্রবান নাগরিক গড়ার কাজ করে আসতেছে।তাই এ দেশে ইহুদী খৃষ্টান ও নাস্তিকদের দোসর ইসলামীক ফাউন্ডেশনের বর্তমান ডিজি শামীম আফজল বাংলাদেশে নাস্তিক্যবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদ বাস্তবায়নের জন্য কওমী মাদ্রাসা ও কওমী উলামায়ে কেরামের বিরূদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যাবহার করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাওয়ার পাশাপাশি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংরক্ষনের বিরূদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ।
নেতৃবৃন্দরা আরো বলেন, এককালের ঢাকা ভার্সিটির বকাটে,খুনি,শাইম্যা, বর্তমান ইফা ডিজি শামীম আফজল। তার কুকর্ম ও ইসলাম বিদ্ধেষী মনোভাব ঢাকতে কওমী মাদ্রাসাকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ কারখানা বলে“শাক দিয়ে মাছ ঢাকা”র মত হীনচেষ্টা চালাচ্ছে।কারণ সে জানে বাংলাদেশে নাস্তিক্যবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম বিদ্ধেষী যে কোন আচার আচরণের বিরূদ্ধে তৌহিদী জনতাকে নিয়ে নির্ভয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার শক্তি সাহস একমাত্র কওমী মাদ্রসা ও কওমী উলামায়ে কেরামেরই আছে ,আর কারো নেই। নেতৃবৃন্দরা তার এ অপকর্মের তিব্র নিন্দা জানিয়ে বলেন অবিলম্বে ইসলাম ও রাষ্ট্রবিরূধী অপপ্রচারকারী ইফা ডিজি শামীম আফজলকে ইসলামীক ফাউন্ডেশন থেকে অপসারন করতে হবে।অন্যতায়, এদেশের উলামায়ে কেরাম তৌহিদী জনতা কে সাথে এমন আন্দোলন গড়ে তোলবে,যেই আন্দোলনে ইফা ডিজির পাশাপাশি তার দোসর নাস্তিক্যবাদী আওয়ামী সরকারও ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। বিবৃতিদাতারা হলেন, কওমী মাদ্রাসা সংরক্ষন পরিষদের সেক্রেটারী মাওলানা মাঈনুদ্দীন রূহী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মুফতি হাবিবুররহমান, মাওলানা হাজী মুজাম্মেল হক, মাওলানা সুহাইল সালেহ, মাওলানা ফায়সাল তাজ, মাওলানা জালালুদ্দীন, মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ, মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ, মাওলানা ইউনুছ,মাওলানা আবুতাহের ওসমানী, মাওলানা হানিফ,মাওলানা ইয়াছির মুহাম্মদ আরিফ, মাওলানা হাবিবুরহমান আমিনী, মাওলানা ঈমান শরিফ, মাওলানা ছায়েমুল্লাহ,মাওলানা ওসমান কাসেমী প্রমুখ।

বার্তা প্রেরক:-
মাওলানা ইয়াছির মুহাম্মদ আরিফ
কওমী মাদ্রাসা সংরক্ষন পরিষদ্ চট্টগ্রাম।

কওমী মাদ্রাসা সংরক্ষন পরিষদ্
চট্টগ্রাম মহানগর
কার্যালয়: রহমান ম্যানসন আন্দরকিল্লাা, চট্টগ্রাম।

তারিখ:২০/০৫/২০১৪ইং