খালেদার কার্যালয়ে গঠিত ইসলামী ঐক্যজোট অবৈধ


বাংলা ট্রিবিউন রিপোর্ট২০:১৯, জানুয়ারি ১৩, ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অ্যাডভোকেট রকিবের নেতৃত্বে গঠিত ইসলামী ঐক্যজোটের কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী।

বুধবার দুপুরে পুরানা পল্টনে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাওলানা মো. আবদুল লতিফ নেজামী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩১ মার্চ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নেজামী বলেন, অ্যাডভোকেট রকিবের নেতৃত্বে কমিটির কোনও নৈতিক বা সাংগঠনিক বৈধতা নেই। কেননা ৭ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনের আগেই অ্যাডভোকেট রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভায় অনুমোদন করা হয়। তাছাড়া তার পরামর্শানুযায়ীই অ্যাডভোকেট রকিবকে ঐক্যজোটের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য করা হয়। রকিব যখন অন্য রাজনৈতিক দলের অফিসে সংবাদ সম্মেলনে নিজেকে¯স্বঘোষিত চেয়ারম্যান করে ইসলামী ঐক্যজোটের কমিটি ঘোষণা করেন, তখন তিনি ইসলামী ঐক্যজোটের নবগঠিত ও ঘোষিত ১০১-সদস্য বিশিষ্ট কমিটির কেউ নন।
রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের তথাকথিত কমিটি গঠনের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্যে নেজামে ইসলাম পার্টির নেতাকর্মীদের প্রতি আহবান জানান আবদুল লতিফ নেজামী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলটির সহসভাপতি মাওলানা মো. আবদুর রশিদ মজুমদার, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, অর্থ সম্পাদক অধ্যাপক এহতেশাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হক, মাওলানা জিয়াউল হক মজুমদার, মাওলানা মমিনুল ইসলাম,মাওলানা আবু তাহের খান, মাওলানা আবদুল্লাহ আল-মাসুদ খান প্রমুখ।