অবিলম্বে বন্ধ মাদরাসা খুলে দিতে হবে:মুফতি শাহ সদর উদ্দীন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক কর্তৃক শাহজালাল কমপ্লেক্স মাদরাসা ও আবুবকর সিদ্দিক মাদরাসা নামে দুটি কওমী মাদরাসা বন্ধ করে দেয়ার অভিযোগ জানিয়ে মন্ত্রীর
পদত্যাগ দাবি করেছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফজতে ইসলাম ইউরোপের সভাপতি ও জমিয়াতুল উলামা ইউরোপের সভাপতি আল্লামা শাহ সদরুদ্দীন সরকারকে হুশিয়ারী উচ্চারন করে আরো বলেন এক বিবৃতিতে বলেছেন হামলাকারীদের কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্যে দাবি জানাচ্ছি ,
নতুবা সরকারের মনে রাখতে হবে, ছাত্র জনতা জেগেঁ উঠলে অবৈধ সিংহাসন মাটির সাথে মিশে যাবে। ইতিহাস পড়ে দেখুন যখনই ছাত্র জনতা জেগেঁ উঠেছে তখন কোন অপশক্তি টিকে থাকতে পারে নাই।মনে রাখবেন, যারা বেশী বাড়াবাড়ি করেছে তাদের পরিণাম কি হয়েছে। ক্ষমতা চিরদিনের জন্যে নয় এর একদিন শেষ আছে,তখন কি হবে সে দিকে নজর রাখুন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অস্ত্রধারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যে কারো বিরুদ্ধে নিরপেক্ষ আইনি পদক্ষেপ ও অভিযানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে ইরাক-আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হতে দেওয়া যায় না। তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে অপরাধ দমনে কাজ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।