কওমী মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র রক্ত দিয়ে প্রতিহত করতে হবে:-আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

ছাত্র খেলাফত চট্টগ্রাম মিছিলের একাংশ
ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম আয়োজিত চট্টগ্রামের আন্দরকিল্লায়, কওমী মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র রক্ত দিয়ে প্রতিহত করতে হবে। ইসলামী ঐক্যজোট ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্ধেষী অপশক্তি কওমী মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করছে।
তারা মনে করে কওমী মাদ্রাসা বাংলাদেশে থাকলে এদেশ একদিন ইসলামী রাষ্ট্রে পরিনত হবে।
তাই তারা কওমী মাদ্রাসা বন্ধ করতে চায়। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই কোন নাস্তিক্যবাদীঅপশক্তি ও ফেরআউনী সরকার যদি কওমী মাদ্রাসা বন্ধ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ চলবে। যা বার বার কওমী ওলামায়ে কেরাম এবং ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করেছেন। আল্লামা বাবুনগরী সরকারকে হুশিয়ার করেদিয়ে বলেন কওমী মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র রক্ত দিয়ে প্রতিহত করা হবে। তিনি আরো বলেন অবিলম্বে শহীদ মাসুদের খুনিদের বিচার করতে হবে। অন্যতায় স্তিক্যবাদী সরকারের পরিনতি হবে অনেক ভয়াবহ। ইসলামী ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আন্দরকিল্লাহ শাহী মসজিদের উত্তর গেইট প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী ঐক্যজোট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর সভাপতি মাওলানা ওসমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর ইসলামী ঐক্যজোট এর সভাপতি মাওলানা মঈনুদ্দীন রুহী, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি সদস্য ও নগর যুগ্ম-সেক্রেটারী মাওলানা হাজ্বী মোজাম্মেল হক, ল ও নগর সেক্রেটারী এম আহসান উল্লাহ মাষ্টার, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি সদস্য ও নগর হেফাজত প্রচার সম্পাদক মাওলানা আ.ন.মআহমদ উল্লাহ , নগর ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মো: ইউনুছ, মাওলানা আবু তাহের ওসমানী, চট্টগ্রাম পাচঁলাইশ থানা ঐক্যজোট সভাপতি ওলানা রফিকুল ইসলাম বোয়ালভী, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি সদস্য ওলানা জুনাঈদ জওহর, নগর ইসলামী ঐক্যজোট নেতামাওলানা ইকবাল খলিল, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ইব্রাহিম, নগর যুব খেলাফত সভাপতি ও নগর ইসলামী ঐক্যজোট সাহিত্য ও প্রশিক্ষন সম্পাদক মাওলানা ইয়াছির মুহাম্মদ আরিফ, নগর খেলাফত নেতা মাওলানা হাবিবুর রহমান হাকীম,নগর ইসলামী ঐক্যজোটনেতা মাওলানা সায়েম উল্লাহ প্রমুখ।