সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করতে হলে হযরত মোহাম্মাদ (সা:)কেই অনুসরন করতে হবে: বললেন দালাইলামা
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় আধ্যাত্মিক নেতা দালাইলামা বলেছেন, পবিত্র আল কুরআন হলো মানবতার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট উপহার যেখানে মানুষের যাবতীয় কল্যান নিহিত রয়েছে।
সম্প্রতি মাইসোরে বৌদ্ধদের একটি বিরাট সম্মেলনে দালাইলামা এই কথা বলেন। বিলাকুপ্পায় অনুষ্ঠিত এই সম্মেলনে সারা বিশ্বের বৌদ্ধদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। সেখানে সিএমএ জেলার মুসলমানেরা দালাইলামার সাথে দেখা করতে এলে তিনি তাদের সাথে মতবিনিময় করার সময় এইসব কথা বলেন। এই সময় দালাইলামাকে পবিত্র কুরঅানের একটি ইংরেজী অনুবাদ উপহার দেয়া হয়। দালাইলামা শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে এই উপহারটি গ্রহন করেন।সুত্র:লিংক
বক্তব্য দিতে গিয়ে দালাইলামা মানবতার কল্যানের জন্য হযরত মোহাম্মাদ (সা:) এর ভুমিকাও প্রশংসাচিত্তে স্মরন করেন। তিনি বলেন, নবী মোহাম্মাদের (সা:) জীবন মানুষের জন্য সর্বোত্তম আদর্শ।
সম্প্রতি মাইসোরে বৌদ্ধদের একটি বিরাট সম্মেলনে দালাইলামা এই কথা বলেন। বিলাকুপ্পায় অনুষ্ঠিত এই সম্মেলনে সারা বিশ্বের বৌদ্ধদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন। সেখানে সিএমএ জেলার মুসলমানেরা দালাইলামার সাথে দেখা করতে এলে তিনি তাদের সাথে মতবিনিময় করার সময় এইসব কথা বলেন। এই সময় দালাইলামাকে পবিত্র কুরঅানের একটি ইংরেজী অনুবাদ উপহার দেয়া হয়। দালাইলামা শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে এই উপহারটি গ্রহন করেন।সুত্র:লিংক
বক্তব্য দিতে গিয়ে দালাইলামা মানবতার কল্যানের জন্য হযরত মোহাম্মাদ (সা:) এর ভুমিকাও প্রশংসাচিত্তে স্মরন করেন। তিনি বলেন, নবী মোহাম্মাদের (সা:) জীবন মানুষের জন্য সর্বোত্তম আদর্শ।
দালাইলামা বলেন, এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সহিংসতার অবসান ঘটাতে হয় এবং সকল ধরনের স্বৈরাচারীর পতন ঘটাতে হয়, তাহলে আমাদেরকে নবী মোহাম্মাদের (সা:) পথই অনুসরন করতে হবে। মোহাম্মাদ (সা:) এর জীবন থেকে আমরা শান্তি, সৌহার্দ্য, ন্যায়বিচার এবং ধর্মীয় সহনশীলতার বার্তা পাই, যা গোটা মানবজাতির জন্য চিরদিন অনুকরনীয় শিক্ষা হয়ে থাকবে।