মাইরের নাম বাবাজী

চট্টগ্রাম বিভাগের ডি আই জি, এটিশনাল ডি আই জি র্যাব, বিজিবির সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা জামিয়া ইউনুছিয়ায় এসে সমাধানের জন্য উলামায়ে কেরামদের সাথে আলোচনা হয়েছে! কয়েকটি শর্তসাপেক্ষ তাদের সাথে সমজতা করা হয়। আলোচনার সারমর্ম হলঃ
আগামীকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে! ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এ,এস, পি তাপস রঞ্জন ঘোষ ও ওসি আকুল বিশ্বাস ( দুই মালুয়ান) কে প্রত্যাহার করা হয়েছে। আওয়ামীলীগের যুবলীগ ও ছাত্রলীগের যে সব সন্ত্রাসীরা এই যড়ষন্ত্র করেছে, সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। শহীদ মাসউদের পরিবারকে মাহমুদ মোটা অংকের টাকা প্রদান করা হবে। তার পরিবার থেকে যে কেউ পুলিশের উচ্চপদে চাকুরীতে যোগ দিয়ে পারবে। নাসির নগরের উভয় মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে ও কারেন্ট ও নির্মাণাধীন কাজ চালু করা হয়েছে। জামিয়ার যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে তাদেরকে সরকারিভাবে চিকিৎসা করা হবে। জামিয়ার সে সমস্ত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে।