![]() |
ইসলামী ছাত্র খেলাফত'র একাংশের ছবি |
জ্বলবে। আর সেই আগুনে হাসিনা সরকার জ্বলে পুড়ে অঙ্গার হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা কওমী মাদরাসার ছাত্রদের উপর হামলা করবা, হত্যা করবা আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। তা আর হবে না। হক্ব-বাতিলের লড়াই চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে। সেই লড়াইয়ে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসুরিদের বিজয় হবে। নমরুদ ও আবু জাহেলের প্রেতাত্মাদের কবর রচিত হবে’।
সমাবশের প্রধান বক্তা ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন, মাদরাসা বন্ধ করে, মসজিদে হামলা করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে, তাদের স্থান বাংলাদেশে হবে না। তিনি বলেন, আমাদের ভাই মাসুদুর রহমানকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্র খেলাফত রাজপথে থাকবে ইনশাল্লাহ। আজ মঙ্গলবার বেলা ২টায় আজিমপুর চাঁনতারা জামে মসজিদের সামনে বাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃদ্বয় এসব কথা বলেন।
ছাত্র খেলাফতের সভাপতি আনছারুল হক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মোঃ খোরশেদ আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মোঃ আবুল হাসিম, অর্থ সম্পাদক মুহিউদ্দীন, কেন্দ্রীয় সদস্য আবু তালহা, ছাত্রনেতা ইরফান, আব্দুল মুমিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল গোরে শহীদ মাজার, আজিমপুর এতিমখানা প্রদক্ষিণ করে বাসট্যান্ডে গিয়ে দুআর মাধ্যমে শেষ হয়।
সুত্র:আমার দেশ