মাসুদ হত্যার বিচার না হলে সারা দেশে আগুন জ্বলবে : ইসলামী ছাত্র খেলাফত

ইসলামী ছাত্র খেলাফত'র একাংশের ছবি
হাফেজ মাসুদুর রহমান হত্যার প্রতিবাদে ঢাকায় ছাত্র খেলাফতের বিক্ষোভ মিছিল  ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান হত্যার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোটের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ। মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আনছারুল হক ইমরান বলেছেন, স্থানীয় এমপি রবিউল মোকতাদির এর নিদের্শে প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা ও হত্যাযজ্ঞ ঘটিয়েছে। অবিলম্বে এর বিচার না হলে সারা দেশে আগুন
জ্বলবে। আর সেই আগুনে হাসিনা সরকার জ্বলে পুড়ে অঙ্গার হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা কওমী মাদরাসার ছাত্রদের উপর হামলা করবা, হত্যা করবা আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। তা আর হবে না। হক্ব-বাতিলের লড়াই চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেছে। সেই লড়াইয়ে মুহাম্মদ বিন কাসিমের উত্তরসুরিদের বিজয় হবে। নমরুদ ও আবু জাহেলের প্রেতাত্মাদের কবর রচিত হবে’।
সমাবশের প্রধান বক্তা ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ খোরশেদ আলম বলেন, মাদরাসা বন্ধ করে, মসজিদে হামলা করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে, তাদের স্থান বাংলাদেশে হবে না। তিনি বলেন, আমাদের ভাই মাসুদুর রহমানকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্র খেলাফত রাজপথে থাকবে ইনশাল্লাহ। আজ মঙ্গলবার বেলা ২টায় আজিমপুর চাঁনতারা জামে মসজিদের সামনে বাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃদ্বয় এসব কথা বলেন।

ছাত্র খেলাফতের সভাপতি আনছারুল হক ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল মোঃ খোরশেদ আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মোঃ আবুল হাসিম, অর্থ সম্পাদক মুহিউদ্দীন, কেন্দ্রীয় সদস্য আবু তালহা, ছাত্রনেতা ইরফান, আব্দুল মুমিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল গোরে শহীদ মাজার, আজিমপুর এতিমখানা প্রদক্ষিণ করে বাসট্যান্ডে গিয়ে দুআর মাধ্যমে শেষ হয়।
সুত্র:আমার দেশ