বিভ্রান্তির ধোঁয়াজালে আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী [দা.ব]

গত ১৪ জানুয়ারি হেফাজতের দুই দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনে মুহতরম আমীরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী [দা.ব]'র বক্তব্যকে কিছু হলুদ মিড়িয়া ও কিছু অতি উৎসাহী ভাইরা বিভ্রান্ত চড়াচ্ছে।
আমীরে হেফাজত ঐদিন বলছিলেন পত্রিকায় দেখা যায় শেখ হাসিনা তাহাজ্জুদ নামজ ও কোরআন শরীফ তেলাওয়াত করেন, বুঝা গেল তারা আস্তিক আমরা আস্তিক, তাহলে আমরা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করলে আপনারা আমাদের কে গুলী করলেন কেন? কেন শাপলা চত্বরে আমাদের উপর গনহত্যা চালাইলেন? ২য় অংশ বাদ দিয়ে প্রথম অংশ নিয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে, তাই সকলের অনুরোধ সত্য-মিথ্যা যাচাই করার। অন্যতায় এর জন্য মহান আল্লাহর কাছে জবাব দিহিতার সম্মুখ হতে হবে। সাবধান‌‍ !সাবধান!! সাবধান!!!