![]() |
রিসেফ তায়েফ এরদোগান তুর্কি প্রেসিডেন্ট - ২০১৪-বর্তমান প্রধানমন্ত্রী ২০০৩ -২১৪ |
গত একশো বছরে মুসলিম বিশ্বে একজন নেতাও আসেনি যিনি মুসলমানদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন । বরং সাদ্দাম গাদ্দাফী হোসনী মোবারকের মত এমন কিছু ডিক্টেটর ক্ষমতায় এসেছিলেন যাদের সাথে জনগণের সামান্যতমও সম্পর্ক ছিলনা ।
সেই শূন্যতা কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান । তিনি সৌদিআরবের সাথে ভাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে তুলেছেন । মুসলিম বিশ্বকে একই প্লাটফরমে নিয়ে আসার জন্য গঠন করেছেন ইসলামিক সামরিক জোট । বুক চেতিয়ে লড়াই করে যাচ্ছেন পশ্চিমা বিশ্বের সাথে ।
তিনি যখন মুসলিম বিশ্বের পক্ষ হয়ে কথা বলতে শুরু করেছেন তখনি তার বিরুদ্ধে শুরু হয়েছে নানামুখী ষড়যন্ত্র । এরমধ্যে গতবছর জুলাই এ পশ্চিমা ষড়যন্ত্রে পা দিয়ে একদল বিপথগামী সেনাবাহিনী তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে । যা পরে সে দেশের সাধারণ জনগণ নস্যাৎ করে দেয় ।
![]() ওসমানী সাম্রাজ্যের অভ্যুদয়ঃ৩য় সুলতান ১ম মুরাদ |
এখন সিরিয়া ইরাক সহ প্রায় পুরো মধ্যপ্রাচ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে গেছে । এই অবস্থায় মুসলিম বিশ্বকে রক্ষার জন্য যোগ্য নেতার বড়ই অভাব । নিজ দেশ এবং উম্মাহকে রক্ষার জন্য নিজের ক্ষমতাকে দীর্ঘায়ত করা ছাড়া এরদোগানের হাতে আর কোন বিকল্প পথ নেই ।
এই লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গণভোট অনুষ্ঠিত হবে । ওই ভোটে যদি এরদোগান জিতে যান তাহলে তিনি আগামী ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন । এই সুযোগে হয়ত আরেকটু এগিয়ে দিতে পারবেন নিজ দেশ এবং মুসলিম বিশ্বকে।
★আসুন আমরা প্রাণ খুলে দোয়া করি, মহান আল্লাহ যেন এরদোগান কে কামিয়াব করেন..........
এই লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গণভোট অনুষ্ঠিত হবে । ওই ভোটে যদি এরদোগান জিতে যান তাহলে তিনি আগামী ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন । এই সুযোগে হয়ত আরেকটু এগিয়ে দিতে পারবেন নিজ দেশ এবং মুসলিম বিশ্বকে।
★আসুন আমরা প্রাণ খুলে দোয়া করি, মহান আল্লাহ যেন এরদোগান কে কামিয়াব করেন..........
আমীন ইয়া রব্বাল আ'লামীন